৩ দিনের সরকারি সফরে স্পেনের উদ্দেশে প্রধানমন্ত্রী

|

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি।

স্পেনের রাজধানী মাদ্রিদে অনুষ্ঠেয় ‘রাষ্ট্র ও সরকার প্রধানদের ২৫তম বার্ষিক শীর্ষ সম্মেলনে’ যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩ দিনের সরকারি সফরে স্পেনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।

সকালে প্রধানমন্ত্রী তার সফরসঙ্গীদের নিয়ে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে করে স্পেনের উদ্দেশ্যে রওনা দেন। বিমানটি স্পেনের স্থানীয় সময় বিকাল ৫টা ৪০ মিনিটে মাদ্রিদ টোরেজন বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। সেখানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন বিশ্ব পর্যটন সংস্থায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হাসান মাহমুদ খন্দকার। স্পেন সফরকালে তিনি হোটেল ভিলা ম্যাগনায় অবস্থান করবেন।

সোমবার সকালে প্রধানমন্ত্রী ‘কপ-২৫’ এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। এরপর নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুট এবং স্পেনের প্রেসিডেন্ট পেড্রো সানচেজের সঙ্গে তিনি দ্বিপাক্ষিক বৈঠক করার কথা রয়েছে।

সোমবার সন্ধ্যায় রাজ প্রাসাদে স্পেনের রাজা ও রানী আয়োজিত সংবর্ধনায় তিনি যোগ দেবেন।

৩ দিনের সরকারি সফর শেষে মঙ্গলবার সকাল ৯টায় প্রধানমন্ত্রীর দেশের পথে রওনা হওয়ার কথা রয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply