ফিক্সিংয়ের অভিযোগ, জিজ্ঞাসাবাদের জন্য ভারতীয় পেসার মিথুনকে তলব

|

কর্ণাটক প্রিমিয়ার লিগ কেপিএল’এ ফিক্সিংয়ের অভিযোগে থাকায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে ভারতীয় দলের সাবেক পেসার অভিমান্যু মিথুনকে।

আন্তর্জাতিক ক্রিকেট খেলা প্রথম খেলোয়াড় হিসেবে মিথুনের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন ভারতীয় পুলিশের যুগ্ম কমিশনার সন্দ্বীপ পাতিল।

কেপিএল’এ শিবামোজ্ঞা লায়নসের অধিনায়ক ছিলেন তিনি। একই অভিযোগে এরই মধ্যে অনেক ক্রিকেটার ও সংগঠককে জিজ্ঞাসাবাদ করেছে সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ-সিসিবি।

ভারতের রাজ্য ক্রিকেটের টুর্নামেন্ট কর্ণাটক প্রিমিয়ার লিগের গায়ে বেশ ভালোভাবেই বসেছে ফিক্সিংয়ের কালো দাগ। যার সবশেষ শিকার হতে পারেন ভারতের জাতীয় দলের হয়ে ৪ টেস্ট আর ৫ ওয়ানডে খেলা ৩০ বছর বয়সী ডানহাতি পেসার মিথুন।

গত জুলাইয়ে টুর্নামেন্টে অংশগ্রহণকারী দল বেলাগাভি প্যান্থার্সের মালিক আলি আশফাক থারাসহ ৮ জন ব্যক্তিকে গ্রেফতার করেছে সিসিবি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply