শ্রীলঙ্কাকে ৪০ কোটি ডলার ভারতীয় ঋণের প্রস্তাব

|

অবকাঠামোগত উন্নয়নে শ্রীলঙ্কাকে ৪০ কোটি ডলার ঋণ দেয়ার প্রস্তাব দিয়েছে ভারত। শুক্রবার শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সাথে ভারতীয় প্রধানমন্ত্রীর বৈঠকে দেয়া হয় এ প্রস্তাব।

এছাড়া নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে ৫ কোটি ডলার ঋণের প্রস্তাবও দেয়া হয়। তিনদিনের সফরে সকালে ভারতে পৌঁছালে লাল গালিচা অভ্যর্থনা দেয়া হয় শ্রীলঙ্কার নব-নির্বাচিত প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসেকে।

নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে তাকে আনুষ্ঠানিক সংবর্ধনা দেন ভারতের রাষ্ট্রপ্রধান রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরে নিরাপত্তা বাহিনীর তরফ থেকে অভিবাদন জানানো হয় সফররত প্রেসিডেন্টকে।

চীনপন্থি হিসেবে পরিচিতি হলেও প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর প্রথম বিদেশ সফরে ভারত গেলেন গোতাবায়া। আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নে একসাথে কাজ করার প্রত্যাশা জানান তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply