বিএসবি ক্যামব্রিয়ান আন্তঃক্যাম্পাস ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

|

বিএসবি ক্যামব্রিয়ান আন্তঃক্যাম্পাস ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাজধানীর গুলশান ইয়ুথ ক্লাব মাঠে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ক্রিকেটার হাসিবুল হোসেন শান্ত ও বর্তমান ক্রিকেটার সৌম্য সরকার। খেলার উদ্বোধন করেন বিকেএসপির পরিচালক নাজমুল আবেদীন ফাহিম।

সভাপতির বক্তব্যে বিএসবি ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান লায়ন এম কে বাশার বলেন,
শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা ভূমিকা রাখে। এই ধারাবাহিকতায় আরও এগিয়ে যাবে বাংলাদেশের ক্রিকেট।

গত ৩১ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত বিএসবি ফাউন্ডেশন পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের ৭টি টিম এই টুর্নামেন্টে অংশ নেয়। ফাইনালে ভবন-৬ কে ৬ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ভবন-৩। স্কোর: ভবন-৬ টিম ২০ ওভারে ৬ উইকেটে ১৬৯ রান করে এবং ভবন-৩ টিম ৭ ওভার হাতে রেখে ৬ উইকেটে বিজয়ী হয়। বিজয়ী দলের রাফিউ ১২৫ (৫২ বল) রান করে ম্যান অব দ্যা ম্যাচ হয়। পুরস্কার বিতরণ করেন বিসিবির পরিচালক সাজ্জাদুল আলম ববি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply