হলি আর্টিজান হামলার রায়: সারাদেশে নিরাপত্তা জোরদার

|

গুলশানের হলি আর্টিজানে হামলার মামলার রায় ঘোষণা করা হবে আজ। এ জন্য ঢাকা মহানগর দায়রা জজ আদালত চত্বরে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।

দেশ-বিদেশে আলোচিত এ মামলার রায়কে ঘিরে রাজধানীসহ সারাদেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলাবাহিনী। কেউ নাশকতা করার চেষ্টা করলে তাদের কোন ধরনের ছাড় দেয়া হবেনা বলে জানিয়েছেন র‍্যাব মহাপরিচালক।

এদিকে কেরানীগঞ্জ কারাগার থেকে ৮ আসামিকে সকাল ১০ টার দিকে আদালতে নেয়া হয়েছে। গত ১৭ নভেম্বর রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে বিচারক রায় ঘোষণার জন্য আজ তারিখ নির্ধারণ করেন। এ পর্যন্ত মোট ১১৩ জন সাক্ষীর সাক্ষ্য নিয়েছে ট্রাইব্যুনাল। ২০১৮ সালের ২৬ নভেম্বর আট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত।

চার্জ (অভিযোগ) গঠনের পর থেকে মোট ৫২ কার্যদিবসে সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্কসহ সব কার্যক্রম শেষে মামলাটি রায়ের পর্যায়ে পৌঁছে। জঙ্গি হামলার তিন বছর চার মাস ২৬ দিন পর চাঞ্চল্যকর এ মামলার রায় ঘোষণা করা হচ্ছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply