টি-টোয়ন্টিতে দ্রুততম সেঞ্চুরি রোহিত শর্মার

|

টি-টোয়েন্টি ক্রিকেটে যৌথভাবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন ভারতের রোহিত শর্মা। শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৩৫ বলে সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি। এর মধ্যে ছক্কা ছিলো ৮টি, বাউন্ডারি হাঁকিয়েছেন ১১টি।

ইন্দোরে শ্রীলংকার বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে লোকেশ রাহুলের সাথে ধীরে সুস্থেই শুরু করেছিলেন রোহিত।  হাফ সেঞ্চুরি তুলেছেন ২৩ বলে। আসল ঝড় শুরু হয় এর পরেই। থিসারা পেরেরার এক ওভারে পরপর চার বলে ছক্কা হাকান তিনি। পরের ৫০ রান আসে মাত্র ১২ বলে। শেষ পর্যন্ত তার ইনিংসটি থামে ১১৮ রানে। বল খেলেছেন ৪৩টি। এরই সাথে রোহিত আর রাহুল মিলে গড়েছেন ভারতের হয়ে উদ্বোধনী জুটিতে ১৬৫ রানের রেকর্ড।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে কম বলে সেঞ্চুরির রেকর্ডটা এতোদিন দক্ষিণ আফ্রিকার ড্যাশার ডেভিড মিলারের একার দখলে ছিলো। গত অক্টোবরে পচেফস্ট্রুমে বাংলাদেশের বিপক্ষে ৩৫ বলে সেঞ্চুরি করেন মিলার। এর আগে রেকর্ডটি ৫ বছর আগলে রেখেছিলেন দক্ষিন আফ্রিকারই আরেক হার্ড হিটার রিচার্ড লেভি। সেঞ্চুরি করতে তিনি খেলেন ৪৫ বল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply