১০ দিন পর অপহৃত জেএসসি পরীক্ষার্থীকে উদ্ধার

|

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা থেকে অপহরণের ১০ দিন পর মাগুড়া জেলা থেকে জেএসসি পরীক্ষার্থীকে উদ্ধার করেছে বালিয়াকান্দি থানা পুলিশ। এ সময় অপহরণের সাথে জড়িত থাকার অভিযোগে রহিম মোল্লা (২৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সে বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের পাটকিয়াবাড়ী গ্রামের মঞ্জু মোল্লার ছেলে।

মঙ্গলবার সন্ধ্যায় মাগুরা সদর থানা এলাকা থেকে অপহৃত ছাত্রীকে উদ্ধার করাসহ অপহরণকারীকে আটক করা হয়। তবে আটককৃত রহিম মোল্লার দাবী তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিলো। দুইজনের সম্মতিতেই তারা বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও বালিয়াকান্দি থানার এস,আই দিপন কুমার মন্ডল জানান, গত ১৬ নভেম্বর উপজেলার নারুয়া ইউনিয়নের বিলটাকাপোড়া ঈদগাহ ময়দান সংলগ্ন রাস্তার উপর থেকে ওই জেএসসি পরীক্ষার্থীকে অপহরণ করা হয়। এ বিষয়ে ২৫ নভেম্বর সোমবার ওই ছাত্রীর মামী বাদী হয়ে বালিয়াকান্দি থানায় ৩ জনের নাম উল্লেখ করাসহ অজ্ঞাতনামা ৪-৫জনকে আসামি করে মামলা দায়ের করে। বুধবার সন্ধ্যায় অভিযান চালিয়ে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়। এসময় প্রধান অভিযুক্ত রহিম মোল্লাকে গ্রেফতার করা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply