টিসিবির পেঁয়াজ বিক্রি: চাপ সামলাতে না পেরে ডিলারের পলায়ন

|

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ
হঠাৎ করে বেলা দেড়টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের পাশে, আর জেলা রেজিস্ট্রার অফিসের সামনে শত শত মানুষের হই হুল্লোড় আর লোকের চিৎকার শুনে সামনে যেতেই দেখা মিললো টিসিবির পেঁয়াজ বিতরণের একটি গাড়ি। কার আগে কে নেবে এ নিয়ে হই হুল্লোড়।

যেখানে বাজারে ২৪০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে, সেখানে টিসিবির পেঁয়াজ ৪৫ টাকা দরে পেয়ে এতো ভীড়। ভীড়ের চাপ সামাল দিতে পুলিশ মোতায়েন করতে হয়। কিন্তু
মানুষের চাপ সামলাতে না পেরে টিসিবির ডিলার স্থান ত্যাগ করতে বাধ্য হয়। দেখে মনে হয়েছে যেন পালিয়ে বেঁচেছে।

টিসিবি-র ডিলার দীপক সাহা জানান, তাকে আজ মঙ্গলবার ও আগামীকাল বুধবার এই দুই দিনের জন্য ২ হাজার কেজি পেঁয়াজ দেয়া হয়েছে। প্রতিজনকে ১ কেজি করে ৪৫ টাকা দরে বিতরণের কথা রয়েছে। কিন্তু, চাহিদার তুলনায় তাকে সরবরাহ করা হয়েছে কম। এ দিয়ে লোকজনকে সামাল দেয়া কষ্টকর।

অনেক কষ্টে এক কেজি পেঁয়াজ কিনতে পেরেছি। এমনটাই জানালেন এক ক্রেতা। বাজারে ২৪০ টাকা দরে পিয়াজ কিনে তা খাওয়া কষ্টকর বলে জানান টিসিবির পেঁয়াজ কিনতে আসা লোকজন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply