রক্ত দিয়ে বিড়ালের জীবন বাঁচাল কুকুর!

|

মানুষ একে অপরকে রক্ত দিয়ে জীবন বাঁচিয়েছেন এরকম কথা আমরা অনেক শুনেছি। কিন্তু কুকুর রক্ত দিয়ে একটি মৃত্যুপ্রায় বিড়ালকে বাঁচিয়েছে এ কথা হয়তো শুনিনি। এরকম ঘটনা ঘটেছে ইংল্যান্ডের গেটশেড শহরে।

জানা যায়, শুক্রবার রাতে রোরি নামের এক ছোট্ট বিড়ালকে নিয়ে আসেন তার মালিক কিম এডওয়ার্ডস। বিষাক্ত ইঁদুর খেয়ে ফেলায় শরীর খারাপ হয়ে যায় রোরির। একটানা বমি করতে করতে একসময় রক্তবমি করতে শুরু করে রোরি। মৃতপ্রায় অবস্থায় হাসপাতালে নিয়ে আসা রোরিকে তখনই রক্ত দেওয়ার দরকার হয়ে পড়ে। কিন্তু একই গ্রুপের বিড়ালের রক্ত পাওয়া যাচ্ছিলো না। তখন ডাক্তার জানালো একই গ্রুপের কুকুরের রক্ত হলেও কিছুক্ষণ সময় বাঁচানো যাবে বিড়ালটাকে।

পরিচিত এক বন্ধুরই একই গ্রুপের রক্তের কুকুরের খোঁজ পাওয়া যায়। সব শুনে সঙ্গে সঙ্গেই নিজের কুকুর বেলাকে নিয়ে হাজির হন বন্ধু। তার পরেই সেই কুকুরের শরীরের রক্ত সঞ্চালন করা হয় ছোট্ট রোরির শরীরে। ম্যাজিকের মতো কাজ হয়। ঘণ্টাখানেক পরেই অনেকটা চাঙ্গা হয়ে ওঠে সে। নিজে নিজে বিস্কুটও খায় মুখ দিয়ে। বেঁচে যায় বিড়াল রোরি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply