গ্রামীণফোনকে ২ হাজার কোটি টাকা পরিশোধের নির্দেশ

|

বিটিআরসি’র পাওনা অর্থের মধ্যে দুই হাজার কোটি টাকা তিন মাসের মধ্যে পরিশোধ করতে গ্রামীণফোনকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। অন্যথায় বাতিল করা হবে হাইকোর্টের স্থগিতাদেশ। সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৭ সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।

পাশাপাশি টাকা পরিশোধ না করলে গ্রামীণফোনের বিরুদ্ধে বিটিআরসি যে কোনো ব্যবস্থা নিতে পারবে বলেও আদেশে উল্লেখ করা হয়। এর আগে, গত ১৪ নভেম্বর বিটিআরসি’র পাওনা সাড়ে ১২ হাজার কোটি টাকার মধ্যে তাৎক্ষণিকভাবে মাত্র ২শ’ কোটি টাকা পরিশোধ করতে চায় গ্রামীণফোন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply