সিদ্ধান্ত প্রত্যাখ্যানের কড়া জবাব দেয়ার হুমকি যুক্তরাষ্ট্রের

|

জেরুজালেমের মার্কিন স্বীকৃতি প্রত্যাখ্যান করে জাতিসংঘের সাধারণ পরিষদে প্রস্তাব পাস হওয়ায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র। সময়মতো এই সিদ্ধান্তের কড়া জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন প্রতিনিধি নিকি হ্যালি।

প্রস্তাবে সমর্থন দেয়ায় আর্থিক সহায়তা বন্ধের হুঁশিয়ারিও দেয়া হয়। ভবিষ্যতে বিশ্বের কোন বড় ধরনের সংকট মোকাবেলায় যুক্তরাষ্ট্র পাশে দাঁড়াবে না বলেও হুমকি দেন হ্যালি। এর আগে, জেরুজালেমের মার্কিন স্বীকৃতি প্রত্যাখ্যান করে প্রস্তাব পাস করে জাতিসংঘের সাধারণ পরিষদ। প্রস্তাবের পক্ষে ভোট দেয় ১২৮ সদস্য দেশ। বলা হয়, জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে দেয়া স্বীকৃতি অবৈধ। এ স্বীকৃতি বাতিলেরও দাবি জানানো হয় প্রস্তাবে। ভারত, ব্রিটেন, জার্মানির মতো মিত্ররাও অবস্থান নেয় যুক্তরাষ্ট্রের বিপক্ষে। যুক্তরাষ্ট্র, ইসরায়েলসহ মাত্র ৯ দেশ বিরোধিতা করে প্রস্তাবের। ভোট দেয়া থেকে বিরত ছিলো আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, কানাডাসহ ৩৫ দেশ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply