পাহাড়পুরে বিশ্ববিদ্যালয়ের দাবিতে মানববন্ধন

|

নিজস্ব প্রতিবেদক:

নওগাঁর ঐতিহাসিক পাহাড়পুরের সোমপুর বৌদ্ধ বিহার এলাকায় প্রাচীন বিশ্ববিদ্যালয়ের স্মৃতি এবং ইতিহাস ঐতিহ্যকে ধরে রাখতে বিহার এলাকায় বিশ্ববিদ্যালয় পুনঃপ্রতিষ্ঠার দাবি উঠেছে।দাবি আদায়ে আজ বিকেলে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদের আহবানে অনুষ্ঠিত কর্মসূচিতে নেতৃত্ব দেন আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান।

কর্মসূচিতে বক্তব্য রাখেন ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সামছুল আলম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রুস্তম আলী, দিনাজপুর হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মিজানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান ইমামুল হাসান তিতু, বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদের নেতা বৈদ্যনাথ সরদার, অধ্যাপক আখতার হামিদ দেবু প্রমুখ।

বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী প্রতিটা জেলায় যে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে তা ইতিহাসের গুরুত্ব বিবেচনায় নওগাঁ ও জয়পুরহাট জেলার সীমান্তবর্তী ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহারের পাদদেশে প্রতিষ্ঠা হলে পাশ্ববর্তী কয়েকটি জেলার মানুষ শিক্ষা সুবিধা পাবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply