সিয়াচেন হিমবাহে নিহত ৪ ভারতীয় সেনা

|

সিয়াচেন হিমবাহের উত্তরাঞ্চলে বরফধ্বসে প্রাণ গেছে চার ভারতীয় সেনার। এ ঘটনায় মৃত্যু হয়েছে আরও দুই বেসামরিক ব্যক্তির। মারাত্মক ঠাণ্ডায় আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয় সেখানে।

মঙ্গলবার ভারতীয় গণমাধ্যমগুলো নিশ্চিত করে এ তথ্য।

আটজনের একটি টহল দলের সদস্য ছিলেন জওয়ানরা। সেনা মুখপাত্র জানান, দলটি ১৮ হাজার ফুট উঁচুতে অবস্থানকালে বিকাল ৩টা নাগাদ ভারী তুষারপাত শুরু হয়। এরমধ্যেই, বরফধস হলে চাপা পড়েন তারা।

ভারত-পাকিস্তান সীমান্তে ২০ হাজার ফুট উঁচুতে রয়েছে সিয়াচেন হিমবাহ। সমুদ্রপৃষ্ঠ থেকে সবচেয়ে উঁচু সেনা ঘাঁটি এখানে অবস্থিত। লড়াই-সংঘাতের চেয়ে প্রাকৃতিক দুর্যোগেই এ হিমবাহে সেনাদের হতাহতের ঘটনা বেশি ঘটে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply