ধর্মঘট করবেন না, সরকার চাপের কাছে নতিস্বীকার করবে না: ওবায়দুল কাদের

|

ওবায়দুল কাদের -ফাইল ছবি

পরিবহন মালিক শ্রমিকদের হুমকিতে কিংবা যত চাপ আসুক না কেন সড়কে অনিয়ম বন্ধ করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সকালে সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা জানান। তিনি বলেন, সড়ক পরিবহন আইন কঠোর করার উদ্দেশ্য শাস্তি দেয়া নয় বরং দুর্ঘটনা কমানো। নতুন সড়ক পরিবহন আইন প্রথমে সহনীয় পর্যায়ে রাখা হয়েছে। তবে আইন প্রয়োগকারীদের পক্ষে কোন প্রকার হয়রানি বা বাড়াবাড়ি না করা হয় সেদিকে সচেতন রয়েছে সরকার বলেও জানান তিনি।

এসময় পরিবহন মালিকদের আইন মেনে চলার অনুরোধও জানান তিনি।

অন্যদিকে, এখন পর্যন্ত নতুন সড়ক পরিবহন আইনে পুলিশ মামলা না করলেও মাঠে আছে।
প্রাথমিক পর্যায়ে শুধু চালকদের ত্রুটি বিচ্যুতি ধরে তাদের সতর্ক করা হচ্ছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply