রাজশাহীতে মজুদকৃত ৩০০ বস্তা পেঁয়াজের সন্ধান

|

রাজশাহী নগরীর মাস্টারপাড়ার আমদানিকারক হাসিবুল ইসলামের গুদামে মজুদকৃত ৩০০ বস্তা পেঁয়াজের সন্ধান পেয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার বিকেল সাড়ে পাঁচটায় গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত ঐ গুদামে অভিযান চালায়। মজুদের তথ্য আমদানিকারক স্বীকার করায় জরিমানা বা দণ্ড না দিয়ে আদালত আগামী ৭ দিনের মধ্যে সর্ব্বোচ্চ দেড়শ টাকা দরে মজুদকৃত সকল পেঁয়াজ বিক্রির নির্দেশনা প্রদান করেন। এর আগে আদালত পেঁয়াজের আড়তগুলোতে অভিযান চালানো হয়।

অভিযানকালে ভ্রাম্যমাণ আদালত জানিয়েছে, রাজশাহীর পেঁয়াজ বাজার নিয়ন্ত্রণ করছে একটি সিন্ডিকেট। তাদের মৌখিকভাবে সর্তক করা হয়েছে। তারা বাজার স্থিতিশীল করতে সাহায্য না করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply