চাঁপাইনবাবগঞ্জে ৯ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

|

চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন সময়ে ৫৩ ও ৫৯ বিজিবি’র আটককৃত প্রায় ৯ কোটি ৩০ লক্ষ ২৮ হাজার ১’শ ১০ টাকার মুল্যের মাদকদ্রব্য ও নেশা জাতীয় ইঞ্জেকশন বারোঘরিয়া বাজার মাঠে প্রকাশ্যে রবিবার দুপুরে ধ্বংস করা হয়।

বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন জাহাঙ্গীর সেতু সংলগ্ন বারোঘরিয়া বাজার মাঠে ধ্বংস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিবি’র রাজশাহী’র সেক্টর কমান্ডার কর্ণেল তুহিন মোহাম্মদ মাসুদ। এছাড়া, মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করানো হয়।

ধ্বংসকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে, ফেন্সিডিল ২৭ হাজার ২’শ ৮১ বোতল, ৪’শ বোতল বিদেশী মদ, দেশীয় মদ ২২৮ লিটার, নেশা জাতীয় ইঞ্জেকশন ২৫৩টিঁ, ৭ কেজি ৯’শ ৪৩ গ্রাম এবং ৩৫ পুরিয়া হেরোইন, ইয়াবা ২ লক্ষ ১৭ হাজার ১’শ ৯৮ পিস, গাঁজা ৬০ কেজি ২’শ ৬০ গ্রাম, বিড়ির পাতা ১’শ ১৬ কেজি, পাতার বিড়ি ১ হাজার ১’শ ৮০ প্যাকেট ও ৪০ হাজার বিড়ি এবং ১৭ কেজি তামাকের গুড়া।

এসময় উপস্থিত ছিলেন, ৫৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মাহমুদুল হাসান, ৫৩ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মাহবুবুর রহমান খান, ১৬ বিজিবি’র উপ-অধিনায়ক মেজর এটিএম আহসান হাবিব, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আব্দুল মালেক, এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট চন্দন কর. মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আনিছুর রহমান খান প্রমুখ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply