সুন্দরবনের দুবলায় ০১ অপহরণকারী আটক, ১০ শ্রমিক উদ্ধার

|

সুন্দরবনের দুবলা এলাকায় অভিযান পরিচালনা করে অপহৃত ১০ শ্রমিকসহ ০১ অপহরণকারীকে আটক করে কোস্টগার্ডের একটি টহল দল।

অপহরণকারীর মোঃ নুরুল হক চট্টগ্রামের বাশখালীর মৃত ফরিদ মিয়ার সন্তান।

উদ্ধারকৃত শিশু শ্রমিকদের নাম:- (১)নামঃ মোঃ রেণু মিয়া , পিতাঃ মৃত নুরউদ্দিন মিয়া , গ্রামঃ সাগর ফেনা, থানাঃ বায়জিদপুর, জেলাঃ কিশোরগঞ্জ (২) নামঃ মোঃ মানিক হোসেন , পিতাঃ মৃত আক্কাস আলী, গ্রামঃ বালীয়া , থানাঃ হাজীগঞ্জ, জেলাঃ চাদপুর (৩) নামঃ মোঃ হৃদয় বয়সঃ২৮ পিতাঃ মৃত কিতাব আলী গ্রামঃ মোল্লাপাড়া, থানাঃ গফরগাঁও জেলাঃ ময়মনসিংহ (৪) নামঃ মোঃ টুটুল মিয়া বয়সঃ১৭ পিতাঃ মোঃ আব্দুল মোতালেব গ্রামঃ হলিমা থানাঃ হোসেনপুর জেলাঃ কিশোরগঞ্জ (৫) নামঃ মোঃ আক্তার বয়সঃ ১৩ পিতাঃ মোঃ মনির হোসেন গ্রামঃ শিববাড়ি থানাঃ মংলাবাজার জেলাঃ হবিগঞ্জ (৬) নামঃ মোঃ আল আমিন বয়সঃ১৮ পিতাঃ মোঃ জসিম গ্রামঃ জালু মিয়ার বাড়ি থানাঃ সেনবাগ জেলাঃ নোয়াখালী (৭) নামঃ মো আমির হোসেন বয়সঃ ১৭ পিতাঃ মোঃ আব্দুল খালেক গ্রামঃ চিটাগাউ থানাঃ কোতোয়ালী জেলাঃ চট্টগ্রাম (৮) নামঃ মোঃ রিমন বয়সঃ ১৭ পিতাঃ মোঃ মোখলেসুর রহমান গ্রামঃ বেড়ুয়া থানাঃ তারাকান্দ জেলাঃ ময়মনসিংহ (৯) নামঃ মোঃ আরিফ বয়সঃ১৬ পিতাঃ আব্দূল মালেক গ্রামঃ লতিফপুর থানাঃ চন্দ্রগঞ্জ জেলাঃ নোয়াখালী (১০) নামঃ মোঃ পারভেজ বয়সঃ১৭ পিতাঃ কচির উদ্দিন গ্রামঃ শেখপাড়া থানাঃ কুষ্টিয়া জেলাঃ কুষ্টিয়া ।

অপহরণকারীরা এদেরকে বিভিন্ন জায়গা থেকে কাজ দেওয়ার কথা বলে বোটযোগে দুবলাচরের শুটকী পল্লী নিয়ে আসা হয় । গত ঘূর্ণিঝড় বুলবুল এর সময় উদ্ধারকৃতদের একজন ঘটনাটি অবগত করলে কোস্ট গার্ড পরবর্তীতে উদ্ধারকাজ পরিচালনা করে।

আটককৃত অপহরণকারী ও উদ্ধারকৃত শিশুদের শরণখোলা থানায় হস্তান্তরের প্রক্রিয়া করছে বলে জানিয়েছে কোস্টগার্ড।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply