পথশিশুদের জন্য ‘জাবিফ’র পাঠশালা কার্যক্রম শুরু

|

অবহেলিত পরিবারের শিশুদের স্বাক্ষর জ্ঞান দেবার জন্য ‘জাবিফ পাঠশালা’ নামে অসহায় ও ছিন্নমূল পথশিশুদের বিনামূল্যে পাঠদান কার্যক্রম শুরু করেছে জাগ্রত বিবেক ফাউন্ডেশন-জাবিফ।

সাভারের রাজফুল বাড়িয়ায় এই পাঠশালার উদ্বোধন করেন জাবিফের উপদেষ্টা ও তেঁতুলঝারা ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলম সমর।

এসময়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাবিফের উপদেষ্টা কাদের তালুকদার, সভাপতি, সম্মিলিত সাংস্কৃতিক জোট সাভার ও অন্যান্য ব্যক্তিবর্গ।

ফখরুল আলম সমর বলেন জাগ্রত বিবেক ফাউন্ডেশন-জাবিফ নিয়মিত ভাবে সমাজ সেবামূলক কাজ করে যাচ্ছে। আমি তাদের সাথে একাত্মতা প্রকাশ করছি। তিনি আরও বলেন এই পথশিশুদের পাশে আমি থাকবো।

জাবিফের সভাপতি মণিমুক্তা ইসলাম বলেন, জাবিফ সব সময় অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে যাবে।

জাবিফের সাধারণ সম্পাদক দিদারুল দিপু বলেন, বর্তমান সময়ে মানুষের মাঝে নানা রকম খারাপ কাজ সহ বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িয়ে নিজের বিবেক হারিয়ে ফেলছে। সেই হারানো বিবেক জাগ্রত করার লক্ষ্যে জাবিফ কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, পথশিশুরা যেনও খারাপ কাজ থেকে দূরে থেকে ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে সেই উদ্দেশ্যে ‘জাবিফ পাঠশালা’র কার্যক্রম শুরু করা হয়েছে।

জাবিফের সভাপতি মণিমুক্তা ইসলামের সভাপতিত্বে এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply