অকৃতকার্য ছাত্রদের এসএসসি পরীক্ষায় ফরম পুরণ করতে না দেওয়ায় স্কুলে ভাঙচুর

|

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর সদর উপজেলার মাদারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি মডেল টেস্ট পরীক্ষায় অকৃতকার্য ছাত্রদের ফরম পুরণ করতে না দেওয়ায় স্কুলে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে স্কুল ম্যানেজিং কমিটির মিটিং শেষে এ হামলার চালায় অকৃতকার্য ২০-২৫ জন ছাত্র ও বহিরাগতরা।

হামলাকারীরা স্কুলের আসবাবপত্র, দরজা-জালানা, বৈদ্যুতিক বাল্ব, সিসি ক্যামরা ও তিনটি গভীর নলকূপ ভেঙে তছনছ করে। এতে স্কুলের প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান স্কুল পরিচালনা কমিটি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ২০১৯-২০ শিক্ষা বর্ষের এসএসসি মডেল টেস্ট পরীক্ষায় মোট ২০৫ জন অংশগ্রহণ করে এতে ১৬৮ জন কৃতকার্য হয়। বাকি ৩৭ অকৃতকার্য হয়। এদের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের বিষয়ে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতি ক্রমে বিদ্যালয়ের সম্মানের কথা বিবেচনা করে ও তাদের পরীক্ষার রেজাল্ট বিবেচনা করে তাদেরকে এই বছর এসএসসি পরীক্ষার ফরম পুরণ না করার সিদান্ত গ্রহণ করা হয়।
এই সিদ্ধান্ত গ্রহণে অকৃতকার্য ছাত্ররা স্কুলের তিনটি ভবনে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে।

স্কুলে হামলা ও ভাঙচুরের বিষয়ে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply