পেঁয়াজের ঝাঁঝ বেশি হয়ে যাচ্ছে: মোহাম্মদ নাসিম

|

পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণে সরকারের আরও তৎপর হওয়া উচিত ছিলো। ঝাঁঝ বেশি হয়ে যাচ্ছে। সংসদে একথা বলেছেন, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম।

মূল্য নিয়ন্ত্রণ করতে না পারায় সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। পেঁয়াজের দাম নিয়ে ব্যবস্থা গ্রহন করতে বাণিজ্যমন্ত্রী ও অর্থমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি।

মূল্য হাতের নাগালে আনতে পেঁয়াজ আমদানিকারকদের শূল্কশূণ্য করে দেয়ার আহ্বান জানান সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। জাতীয় পার্টির সংসদ সদস্য মজিবুল হক চুন্নু বলেন, পেঁয়াজের দাম বৃদ্ধি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র কিনা সে বিষয়ে তদন্ত করা উচিত।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply