মিয়ানমারে ঢুকতে জাতিসংঘ তদন্ত দলকে বাধা, তাড়ানো হচ্ছে সাংবাদিকদের

|

রাখাইনে গণকবরের সন্ধান মেলার পর মিয়ানমার সরকার বিদেশিদের সফরে আরও নতুন করে কড়াকড়ি আরোপ করেছে। বুধবার জাতিসংঘ তদন্ত দলের প্রবেশে বাধা দিয়েছে দেশটি। এর আগেও জাতিসংঘের একটি তদন্ত দলকে মিয়ানমারে ঢুকতে দেয়নি অং সান সু চি সরকার।

নেইপিদোর এমন সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছেন মিয়ানমার বিষয়ক জাতিসংঘ বিশেষ দূত ইয়াংহি লি।

ইয়াংহি লি বলেন, সু চি সরকারের এমন পদক্ষের অসহযোগিতামূলক। দেশটিতে প্রবেশে বাধা দেয়ার ঘটনাই প্রমাণ করে রাখাইনে ভয়ঙ্কর কিছু ঘটছে।

গত মঙ্গলবার রাখাইনের রোহিঙ্গা অধ্যুষিত মংডুতে গণকবরের সন্ধান পাওয়া যায়। এরই মধ্যে সেখান থেকে অন্তত ১০টি মরদেহ উদ্ধারের কথা জানায় সেনারা। গণকবরের সন্ধানের পরদিনই রোহিঙ্গা নিপীড়ন ইস্যুতে জাতিসংঘ তদন্ত দলের প্রবেশে বাধা দেয়া হলো।

অবশ্য মিয়ানমার সরকারের দাবি, জাতিসংঘ তদন্ত দলের ওপর তাদের আস্থা নেই বলে ঢুকতে দেয়া হয়নি।

এদিকে ব্যাংক ভিত্তিক পত্রিকা ইরাবতি জানিয়েছে, বিদেশি সাংবাদিকদেরকে মিয়ানমার ছাড়তে বাধ্য করা হচ্ছে। ভিসা নীতিমালায় নতুন করে কঠোরতা আরোপের কারণে দেশটি থেকে সরে আসার প্রস্তুতি নিচ্ছেন আরও অনেক সাংবাদিক।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply