ক্রমশ দুর্বল হয়ে উপকূলীয় সুন্দরবন অংশে অবস্থান করছে ‘বুলবুল’

|

ক্রমশ দুর্বল হয়ে উপকূলীয় সুন্দরবন অংশে অবস্থান করছে ঘূর্ণিঝড় ‘বুলবুল’। আজ রোববার ভোর নাগাদ অতিক্রম করবে খুলনা উপকূল অতিক্রম করবে ঘূর্ণিঝড় বুলবুল।

শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে এক ব্রিফিং এ এমন তথ্য দেয় আবহাওয়া অধিদফতর।

বুলবুল বর্তমানে ঘণ্টায় ৮ কি.মি গতি নিয়ে বাংলাদেশের দিকে আগাচ্ছে। এর বাতাসের বর্তসান গতিবেগ রয়েছে ৯০-১০০ কি.মি.। রাত ৩ টা নাগাদ বুলবুল পুরাপুরি বাংলাদেশ সীমানায় ঢুকে যাবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এসময়, প্রবল ঘূর্ণিঝড় বুলবুল এর প্রভাবে এর কেন্দ্রে সাগর উত্তাল অবস্থায় আছে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

সেইসাথে, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও ফেনী জেলা ও তার পার্শ্ববর্তী দ্বীপ এলাকাগুলোতে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। এবং ভোলা, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা ও তার পার্শ্ববর্তী দ্বীপ এলাকাগুলোতে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলেছে।

অন্যদিকে, পায়রা ও মোংলা সমুদ্র বন্দরে ১০ নম্বর মহাবিপদ সংকেত ও চট্টগ্রাম সমুদ্র বন্দরে ৯ নম্বর মহাবিপদ সংকেত বিদ্যমান রাখা হয়েছে, কক্সবাজার সমুদ্র এলাকা ও পার্শ্ববর্তী এলাকায় ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply