ভর্তি জালিয়াত চক্রের ১১ জনকে পুলিশে দিয়েছে বশেমুরবিপ্রবি প্রশাসন

|

স্টাফ রিপোর্টার; গোপালগঞ্জ:

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এ ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে প্রতারক চক্রের ১১ জন শিক্ষার্থী ও তিন অভিভাবককে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যৌথভাবে তাদের বিজয় দিবস হল এর ৫১২ নম্বর কক্ষ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান থেকে আটক করে।

ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর আজ শনিবার রাত সাড়ে ৮ টায় তার কক্ষে এক সংবাদ সম্মেলন করেন। সেখানে ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক প্রফেসর ডঃ এম এ সাত্তার এবং ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডঃ মোঃ শাহজাহান সাংবাদিকদের সামনে ঘটনা তুলে ধরেন।

তারা বলেন বিশ্ববিদ্যালয়ের ভিতরে এবং বাইরের একটি শক্তিশালী চক্র প্রশ্নপত্র ফাঁসের চেষ্টা এবং প্রতারণার মাধ্যমে বিভিন্ন প্রলোভন দেখিয়ে মোটা অংকের টাকার বিনিময়ে এসমস্ত শিক্ষার্থীকে ভর্তির আশ্বাস দিয়েছিল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply