উদ্ধার কাজের জন্য ১০ যুদ্ধজাহাজ মোতায়েন, প্রস্তুত রাখা হয়েছে ১৭টি

|

ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতের পর পরিস্থিতি মোকাবেলায় জরুরি উদ্ধার, ত্রাণ ও চিকিৎসা সহায়তায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে নৌবাহিনী। ইতোমধ্যে ১০টি যুদ্ধজাহাজ বিভিন্ন জেলার উপকূলে মোতায়েন করা হয়েছে। এছাড়া আরও ১৭টি জাহাজকে প্রস্তুত রাখা হয়েছে।

শনিবার আইএসপিআর এর সহকারী পরিচালক রাশেদুল আলম খান এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, সাতক্ষীরায় পাঁচটি, চট্টগ্রামে তিনটি ও সেন্টমার্টিনে দুটি যুদ্ধজাহাজসহ নৌ কন্টিনজেন্ট ও মেডিক্যাল টিম মোতায়ন করা হয়েছে।

আইএসপিআর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খুলনা নৌ অঞ্চল থেকে মোতায়েনকৃত জাহাজসমূহ বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, সাতক্ষীরার ক্ষতিগ্রস্থ এলাকাসমূহে জরুরি খাদ্য সামগ্রী বিতরণ করবে।

দুর্গত এলাকায় জরুরী চিকিৎসা সহায়তার জন্য পাঁচটি বিশেষ মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। তারা ক্ষতিগ্রস্থ এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা, জীবন রক্ষাকারী ঔষধ ও খাবার স্যালাইন বিতরণের কাজে নিয়োজিত থাকবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply