সুকর্মা ফাউন্ডেশন’র উদ্যোগে ১৫০ শিশুকে মানসিক স্বাস্থ্য কাউন্সিলিং

|

সুকর্মা ফাউন্ডেশনের এর উদ্যোগে রাজধানীর ‘পথকলিদের হাসিমুখ’ নামক স্কুলে ১৫০ জন বাচ্চাকে মানসিক স্বাস্থ্য নিয়ে কাউন্সিলিং করা হয়।

সেই সাথে পঞ্চম থেকে দশম শ্রেণির সুবিধা বঞ্চিত কিশোরী মেয়েদের মধ্যে স্যানিটারি ন্যাপকিন, প্যান্টি, ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়।

সেইসাথে প্রায় ১০০ জন কিশোরীর মধ্যে দুই প্যাকেট স্যানিটারি ন্যাপকিন ও দুইটি করে প্যান্টি বিনামূল্যে বিতরণ ও পিরিয়ড সংক্রান্ত কুসংস্কার, জটিলতা ও হাইজিন সংক্রান্ত বিষয় গুলো নিয়ে আলোচনা ও পরামর্শ দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন সুকর্মা ফাউন্ডেশনের ফাউন্ডার শেখ সুহানা এবং ‘একটি খেলনা একটি হাসি’ প্রজেক্ট এর মুল উদ্যোক্তা ইমরুল কায়েস রনি সাথে ছিল ফেসবুক ভিত্তিক গ্রুপ এসএসসি ৯৮-এইচএসসি ২০০০ ফ্রেন্ডস।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply