কুর্দিদের পরাজয় ইসরায়েলের জন্য আশঙ্কাজনক

|

কুর্দিদের ত্রাণ সহায়তা দিচ্ছে ইসরায়েল। উত্তর সিরিয়ায় তুরস্কের অভিযান শুরুর পরপরই যুক্তরাষ্ট্র ঐ অঞ্চল থেকে নিজেদের সৈন্য সরিয়ে নেয়ার পরই এ সহায়তা দেয়া শুরু করে ইসরায়েল। খবর টাইসম অব ইসরায়েল এর।

ইসরায়েলের উপ পররাষ্ট্রমন্ত্রী তিজিপি হেতভেলি বলেন, এই অঞ্চলে কুর্দিদের পরাজয় ইসরায়েলের জন্য একটি আশঙ্কাজনক বার্তা সেইসাথে কুর্দিদের পরাজয় হলে এই অঞ্চলে ইরান ও তার সমর্থিত শক্তিগুলোকে আরও শক্তিশালী করবে।

হেতভেলি বলেন, আমরা কুুর্দিদের উদ্বেগ গভীরভাবে পর্যবেক্ষণ করছি এবং বিভিন্নভাবে তাদের সাহায্য করার চেষ্টা করছি।

তবে কিভাবে সাহায্য করছে তা বিস্তারিত উল্লেখ না করে হেতভেলি বলেন, আমরা কুর্দিদের পাশে দাড়াতে পেরে গর্বিত এবং কুর্দিদের প্রতি আমাদের সমর্থনও ব্যক্ত করছি।

হেতভেলি বলেন, এই অঞ্চলে ইরানিয়ান ব্লককে মোকাবেলা করতে উত্তর সিরিয়া অঞ্চলে মধ্যপন্থী ও পশ্চিমাপন্থী শক্তি হিসাবে কুর্দি এবং অন্যান্য সংখ্যালঘুদের শক্তি সংরক্ষণে ইসরায়েলে আগ্রহ রয়েছে।

উল্লেখ্য, গত মাসে সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সের একজন কমান্ডার তুরস্কের সামরিক অভিযানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য ইসরায়েলের প্রতি সাহায্যের আবেদন জানিয়েছিলেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply