ফ্রান্সে কঠোর করা হলো অভিবাসন নীতিমালা

|

A protester wearing yellow vest, a symbol of a French drivers' protest against higher fuel prices, stands on the red light on the Champs-Elysee in Paris, France, November 24, 2018. REUTERS/Benoit Tessier TPX IMAGES OF THE DAY

ফ্রান্সে কঠোর করা হলো অভিবাসন নীতিমালা। পৌর-নির্বাচনের আগ-মুর্হুতে এ ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী এদুঁয়া ফিলিপ।

নতুন নীতিমালা অনুসারে, প্রথমবারের মতো অভিবাসীদের বৈধতা দিতে চালু হলো কোটা সুবিধা। এছাড়া, চলতি বছরই প্যারিস ও আশেপাশের শহরে অভিবাসনপ্রার্থীদের অস্থায়ী তাবু অপসারণ করা হবে।

একইসাথে, ফ্রান্সে নতুন আসা অভিবাসনপ্রার্থীদের চিকিৎসা সেবার জন্য অন্তত ৩ মাস অপেক্ষা করতে হবে।

অনুপ্রবেশকারীদের জন্য তিনটি শহরে খোলা হবে ডিটেনশন সেন্টার; যাতে আরও ৩৫ শতাংশ বেশি জায়গা বরাদ্দ রাখা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply