মঈন উদ্দীন খান বাদল আর নেই

|

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মঈন উদ্দীন খান বাদল মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। ভারতের বেঙ্গালুরের নারায়ণ হৃদরোগ রিচার্স ইনইস্টিউট অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানেই আজ সকাল ৭টা ৪৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বর্ষীয়ান এই নেতা।

গত ১৮ অক্টোবর থেকে সেখানে প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠির তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন।

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি জন্ম নেয়া মঈন উদ্দীন খান বাদল বোয়ালখালি উপজেলা জাসদের সভাপতি ছিলেন। তিনি চট্টগ্রাম ৮ আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। তার তিন ছেলে ও এক মেয়ে রয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply