মাহা বাগড়া না দিলে আফ্রিদিকে ছাড়িয়ে যাবেন রোহিত

|

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শুরুতেই পিছিয়ে পড়েছে ভারত। রোববার দিল্লিতে তাদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৩ বল ও ৭ উইকেটের বড় জয় তুলে নিয়েছে টাইগাররা। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজকোটে গড়াবে দ্বিতীয় ম্যাচ। এ ম্যাচে সমতা ফেরানোর সর্বোচ্চ চেষ্টাটাই করবে ভারত।

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বিশেষ এক সেঞ্চুরির মাইলফলকের সামনে ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মা। পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদির কীর্তি ভাঙতে চলেছেন হিটম্যান। ইতিমধ্যে ৯৯টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলে ফেলেছেন রোহিত। দিল্লিতেই তিনি মহেন্দ্র সিং ধোনিকে টপকেছেন। ভারতের সাবেক অধিনায়ক ৯৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। অন্যদিকে, আফ্রিদি খেলেছেন ৯৯টি টি-টোয়েন্টি ম্যাচ। তাকে ছাপিয়ে শততম টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলতে চলেছেন রোহিত।

ঘূর্ণিঝড় ‘মাহা’ বাগড়া না দিলে রাজকোটেই শততম টি-টোয়েন্টি খেলা হয়ে যাবে রোহিতের। সবচেয়ে বেশি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক। তার নামের পাশে রয়েছে ১১১টি টি-টোয়েন্টি ম্যাচ। মালিককে ছুঁতে অবশ্য এখনও দেরি রয়েছে ভারতীয় ওপেনারের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply