কৃষকের ক্ষতি করে শিল্পায়ন নয়: প্রধানমন্ত্রী

|

কৃষকরাই বাংলাদেশকে বাঁচিয়ে রাখে। কৃষক ফসল ফলায়। আর আমরা খেয়ে পড়ে থাকি। তাই কৃষকের অধিকার সংরক্ষণ আমাদের দায়িত্ব। আমরা শিল্পায়নে যাব কিন্তু কৃষককে ত্যাগ করে নয়। কাজে উন্নয়ন প্রকল্প নেওয়ার সময়ও কৃষকদের সবচেয়ে বেশী গুরুত্ব দেই। কৃষক লীগের ১০ম জাতীয় সম্মেলন এ কথা বলেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরআগে সকাল সোয়া ১১টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে এ সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

ভোর থেকেই কৃষক লীগের সম্মেলনে আসতে শুরু করেন নেতাকর্মীরা। সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হয় বিপুল সংখ্যক নেতাকর্মী। সম্মেলন মঞ্চ সাজানো হয়েছে গ্রাম বাংলার কাছারি ঘরের আদলে। কৃষক লীগের পর আগামী ৯ নভেম্বর শ্রমিক লীগ, ১৬ নভেম্বর স্বেচ্ছাসেবক লীগ এবং ২৩ নভেম্বর হবে যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply