১৬০ হজ এজেন্সির বিরুদ্ধে প্রতারণার ২৫০ অভিযোগ

|

তিলে তিলে গড়া সঞ্চয়ের টাকা জমা দিয়েও এজেন্সির প্রতারণার শিকার হন অনেকে হজযাত্রী। কেউ কেউ যেতেই পারেন না; আবার সৌদি আরব গিয়েও বেশিরভাগ হাজি পান না প্রতিশ্রুত সুযোগ-সুবিধা। সবশেষ হজেও এর ব্যতিক্রম হয়নি।

প্রতারণা, অর্থ আত্মসাৎসহ অনিয়মের ২৫০ অভিযোগ জমা হয়েছে ১৬০টিরও বেশি হজ এজেন্সির বিরুদ্ধে। ধর্ম মন্ত্রণালয়ের তিনটি কমিটিতে এসব অভিযোগের শুনানি চলছে। তাতে হাজির থাকছেন অভিযোগকারীরাও। বিভিন্ন এজেন্সির বিরুদ্ধে অভিযোগের সত্যতাও পেয়েছে কমিটি।

ধর্ম মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আনিছুর রহমান জানান, সাজাপাপ্ত এজেন্সি বাদ দিয়ে ফেব্রুয়ারির মধ্যেই আগামী বছরের জন্য হজ এজেন্সির তালিকা করা হবে।

চলতি মাসেই কমিটির রিপোর্ট পাওয়ার আশা করছেন ধর্ম সচিব আর কঠোর ব্যবস্থা নেয়া হবে দায়ীদের বিরুদ্ধে। বিষয়গুলো নিয়ে দুর্নীতি দমন কমিশনও কাজ করছে বলে তিনি জানান। হজ কেন্দ্রিক দুর্নীতি-প্রতারণা বন্ধে এবার মন্ত্রণালয় আরও সতর্ক থাকবে বলে জানিয়েছেন ধর্ম সচিব।

 

 

 

 

 

 

 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply