অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা জাবি

|

ভিসি বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট অস্থিরতার মুখে বন্ধ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিকেল সাড়ে ৫টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে।

এর আগে, ৯ দিন পর মঙ্লবার দুপুরে দুপুরে নিজ কার্যালয়ে যান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর ফারজানা ইসলাম। তার আগে, গতকাল সোমবার রাত থেকে তিনি অবরুদ্ধ দশায় ছিলেন। সেখান থেকে মুক্ত হয়ে জরুরি সিন্ডিকেট বৈঠকে বসেন উপাচার্য ডক্টর ফারজানা ইসলাম।

সোমবার বেলা ১১টার পর ভিসিপন্থিরা ভিসির বাসভবনে গেলে অবরোধকারীদের সাথে শুরু হয় হট্টগোল। বেশ কিছুক্ষণ ধরে চলে হাতাহাতিও। পরে ভিসিপন্থি শিক্ষক-কর্মকর্তা-কর্মচারিরা ডক্টর ফারজানা ইসলামকে বের করে আনেন। এর উপাচার্য সাংবাদিকদের বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ধৈর্য্যের চূড়ান্ত পরীক্ষা দিয়েছে। আন্দোলনে শিবির কর্মীরা ঢুকে পড়ায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply