একনেক-এ দেড় হাজার কোটি টাকার ৫ প্রকল্প উপস্থাপন

|

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ৩ প্রকল্পসহ চুড়ান্ত অনুমোদনের জন্য একনেক বৈঠকে ৫টি প্রকল্প উপস্থাপন করেছে পরিকল্পনা কমিশন।

সকালে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে চলছে চলতি অর্থবছরের ১০ম একনেক সভা।

সভায় যশোরের রাজারহাট থেকে চুকনগর পর্যন্ত আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন, ফেনী দাগনভূঁইয়া ও কক্সবাজারের একতাবাজার থেকে বানৌজা শেখ হাসিনা পর্যন্ত সড়ক উন্নয়নে আলাদা তিনটি প্রকল্প অনুমোদন পেতে পারে।

এছাড়া ১ম সংশোধনী অনুমোদনের জন্য সভায় উপস্থাপন করা হয়েছে আগারগাঁওয়ে পর্যটন ভবন নির্মাণ প্রকল্প। পাশাপাশি সুরমা নদীর ভাঙন থেকে রক্ষায় সিলেট জেলার দুটি উপজেলার কয়েকটি বাজারে বাঁধ নির্মাণ প্রকল্পটিও পেতে পারে বাস্তবায়ন প্রক্রিয়া শুরুর ছাড়পত্র।

সবমিলে আলোচনার টেবিলে ওঠা প্রকল্পগুলো বাস্তবায়ন সম্ভাব্য ব্যয় দাঁড়াতে পারে ১ হাজার ৬শ কোটি টাকা। সভাশেষে অনুমোদিত প্রকল্পগুলোর বিস্তারিত তুলে ধরার সঙ্গে মূল্যস্ফীতি পরিসংখ্যান তুলে ধরবেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply