ভারতকে বড় স্কোর করতে দিলো না বাংলাদেশ

|

দিল্লির মাত্রাতিরিক্ত বায়ু দূষণের কারণে নানা দোলাচলের পর মাঠে গড়ানো টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ভারতকে বড় সংগ্রহ করতে দেয়নি বাংলাদেশের বোলাররা। টস জিতে নিয়ন্ত্রিত বোলিং-ফিল্ডিংয়ে ভারতকে ১৪৮ রানে আটকে রেখেছে টাইগাররা। বিনিময়ে তুলে নিয়েছে তাদের ৬টি উইকেট। বাংলাদেশের হয়ে পেসার শফিউল ইসলাম ও লেগ স্পিনার আমিনুল বিপ্লব ২টি করে উইকেট নিয়েছেন।

ম্যাচের প্রথম ওভারে রোহিত শর্মাকে শফিউল এলবিডব্লিউ’র ফাঁদে ফেলেন। প্রথম বলেই বাউন্ডারি খেয়ে শুরু করা শফিউল ওভারের শেষ বলেই এনে দেন সাফল্য। দলীয় মাত্র ১০ রানে সাজঘরে ফেরেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ৬.৩-তম ওভারে লোকেশ রাহুলকে তুলে নেন আমিনুল বিপ্লব। ৪ ওভার পর আবারও আমিনুলের আঘাত। শেখর ধাওয়ানের সাথে জুটি গড়ে তোলা স্রেয়াস আয়ারকে অভিষিক্ত নাঈমের তালুবন্দি করে ফেরান।

এরপর, ক্রমশ ভয়ংকর হয়ে উঠতে থাকা শিখর ধাওয়ানকে রান আউট করে ফেরান বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ১৬-তম ওভারের শেষ বলে দারুণ এক ফিরতি ক্যাচে অভিষিক্ত দ্যুবেকে সাজঘরে ফেরান আফিফ হোসেন। ১০২ রানে ৫ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় ভারত। ১৯-তম ওভারে এসে রিশভ পন্তকে তুলে নেন শফিউল। এরপর করুনাল পান্ডিয়া ও ওয়াশিংটন সুন্দরের ঝড়ো জুড়টিতে ১৪৮ রানের ভিত্তি পায় ভারত।

এর আগে, ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। দিল্লির বায়ু দূষণের মধ্যেই সকল সংশয় উড়িয়ে দিয়ে হচ্ছে বাংলাদেশ-ভারত ম্যাচ।

টাইগারদের এই গুরুত্বপূর্ণ সিরিজে দলে নেই সাকিব আল হাসান ও তামিম ইকবাল। ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে না জানানোর কারণে আইসিসি সাকিবকে নিষিদ্ধ করে। অন্যদিকে সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ভারত সফর থেকে নিজেকে সরিয়ে নেন তামিম। সাকিব-তামিম ছাড়াই খেলতে হচ্ছে মাহমুদউল্লাহদের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply