ভারতের মানচিত্রে আঁকা হলো দ্বিখণ্ডিত জম্মু-কাশ্মির

|

ভারতের মানচিত্রে আঁকা হলো দ্বিখণ্ডিত জম্মু-কাশ্মির। নতুন মানচিত্রে উপত্যকার জম্মু-কাশ্মির এবং লাদাখকে দেখানো হয়েছে পৃথক দুই কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে।

ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মির থেকে কারগিল ও লেহ বাদ দিয়ে গঠন করা হয়েছে লাদাখ। ভৌগোলিক মানচিত্রের পাশাপাশি নয়া দিল্লির নতুন রাজনৈতিক মানচিত্রেও হয়েছে এ পরিবর্তন।

সংবিধানের ৩৭০ ধারা বিলোপের তিন মাস পর, গেল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে দু’ভাগ হয় মুসলিম অধ্যুষিত জম্মু-কাশ্মির। এরপর থেকেই থমথমে শ্রীনগরসহ প্রায় পুরো উপত্যকা। চলছে অঘোষিত ধর্মঘট; বন্ধ দোকানপাট, অফিস-আদালত। রাজ্য মর্যাদা বাতিল এবং পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হওয়ার ফলে, ভারতে মোট রাজ্যের সংখ্যা নেমে এসেছে ২৮টিতে; এবং মোট কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা বেড়ে হয়েছে নয়টি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply