মুন্সীগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৫, ৫ জন আটক ও ককটেল উদ্ধার

|

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের গোলাগুলিতে ৫জন গুলিবিদ্ধসহ ২২ জন আহত হয়েছে।

গুলিবিদ্ধ আহসান বেপারী, শহীদ বেপারী, জাহিদ হাসান রুকু দেওয়ান, শাহপরান ও আবু তাহেরের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আহসান বেপারী ও শহীদ বেপারীকে জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সংঘর্ষকালে অর্ধশতাধিক বাড়িঘর ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে ৫ জনকে আটক ও ৯টি ককটেল উদ্ধার করেছে।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ইমামপুরের ষোলআনি গ্রামে শাহ আলম মেম্বার, রায়হান এবং সবুজ দেওয়ান গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন-অর-রশিদ জানান, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইমামপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড সদস্য শাহ আলম, রায়হান ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রেফায়েত উল্লাহ খান তোতা ভাগিনা রাসেল গ্রুপ ষোলআনি গ্রামের সবুজ দেওয়ানে গ্রুপের লোকজনের বাড়িতে আকস্মিক হামলা চালায়। এ সময় তারা ব্যাপক গুলিবর্ষণ ও ককটেল বিষ্ফোরণ ঘটায়। পরে সবুজ দেওয়ান গ্রুপ পাল্টা ধাওয়া দিলে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। গুলিবিদ্ধসহ আহত হয় ২২ জন। এ সময় বাড়িঘর ভাঙচুর করা হয়।

পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৫ জনকে আটক করে এবং ৯টি ককটেল উদ্ধার করে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply