জেএসসি-জেডেসি পরীক্ষা শুরু

|

আজ থেকে শুরু হলো জুনিয়র স্কুল সার্টিফিকেট-জেএসসি ও জুনিয়র দাখিল সার্টিফিকেট-জেডিসি পরীক্ষা। সকাল ১০টায় শুরু হওয়া এই পরীক্ষা চলবে দুপুর একটা পর্যন্ত।

জেএসসির প্রথম দিনে বাংলা ও জেডিসির কুরআন মজিদ ও তাজভিদ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ জন। এর মধ্যে ছাত্র ১২ লাখ ২১ হাজার ৬৯৫ জন এবং ছাত্রী ১৪ লাখ ৩৯ হাজার ৯৮৭।

২৯ হাজার ২৬২টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশ নিচ্ছে। রাজধানীসহ সারাদেশের ২ হাজার ৯৮২টি কেন্দ্রে চলছে পরীক্ষা। এ বছর বিদেশের ৯টি কেন্দ্রেও পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। জেএসসি পরীক্ষা শেষ হবে আগামী ১১ নভেম্বর ও জেডিসি শেষ হবে ১৩ নভেম্বর।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply