কোনো ন্যায়বান সমাজে ধনকুবের আর গরীব লোক থাকতে পারে না: করবিন

|

ব্রিটেনের বিরোধী দল লেবার পার্টির নেতা জেরমি করবিন বলেছেন, “কোনো ন্যায়বান সমাজে ধনকুবের আর গরীব লোক থাকার সুযোগ নেই”।

শুক্রবার একট টুইটে তিনি লিখেছে, “যুক্তরাজ্যে ১৫০ জন বিলিয়নেরয়ার ধনকুবের আছেন, অথচ ১ কোটি ৪০ লাখ মানুষ দারিদ্রের মধ্যে দিনযাপন করছেন। কোনো ন্যায়বান সমাজে ধনকুবের আর গরীব লোক থাকার সুযোগ নেই।”

চলতি বছরের ডিসেম্বরেই যুক্তরাজ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাধারণ নির্বাচন। অনেকের মতে কনজারভেটিভদের হারিয়ে লেবার নেতা জেরেমি করবিনের যথেষ্ট সম্ভাবনা রয়েছে নির্বাচনে জয়লাভের।

এদিকে শ্রমিকবান্ধব ও কিছুটা বাম মতাদর্শের অনুসারী করবিনকে ভয় পাচ্ছেন দেশটির পুঁজিপতিরা। ব্রিটেনের টেলিগ্রাফ পত্রিকা জানিয়েছে, দেশটির অনেক বিলিওনিয়ার ধনকুবের ভাবছেন তারা দেশ ছেড়ে চলে যাবেন। যাতে করবিনের শাসনামলে করের ঝামেলায় পড়ে তাদের সম্পদের ক্ষয়ক্ষতি না হয়।

সানডে টাইমসের বরাত দিয়ে পত্রিকাটি জানায়, অন্তত ১ ট্রিলিয়ন পাউন্ড যুক্তরাজ্যের বাইরে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্রেক্সিটের চেয়ে ব্যবসায়ীরা করবিনকে নিয়ে বেশি দুশ্চিন্তাগ্রস্ত বলে গ্রাহকদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে কুইন’স ব্যাংক।

যেমন মিলিওনিয়ার আলফি বেস্ট বলেছেন তিনি তার সম্পদের ২৮৫ মিলিয়ন পাউন্ড নিয়ে যাবেন যদি করবিন প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

২০১৯ সালে পরিসংখ্যানে দেখা গেছে যুক্তরাজ্যের ১ হাজার জন শীর্ষ সম্পদশালী ব্যক্তি ৭৭১.৩ বিলিয়ন পাউন্ড অর্থ-সম্পদের মালিক।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply