২০ টি দেশে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তথ্যচুরি

|

হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিশ্বের কমপক্ষে ২০টি দেশে সরকারি ও সামরিক কর্মকর্তাদের গোপন তথ্যচুরি করা হয়েছে। ফেসবুক মালিকানাধীন ম্যাসেজিং সার্ভিসটির নিজস্ব তদন্তে বেরিয়ে এলো এ তথ্য।

গত মঙ্গলবারই, ইসরায়েলি হ্যাকিং টুল ডেভেলপার প্রতিষ্ঠান- NSO’র বিরুদ্ধে মামলা করে হোয়াটসঅ্যাপ। পরে, প্রতিষ্ঠানটির তদন্তে দেখা যায়, চলতি বছর ২৯ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত অন্তত ১৪শ’ ব্যবহারকারীর মোবাইল ফোন হ্যাকড হয়।

হোয়াটসঅ্যাপের অভিযোগ, একটি স্পাইওয়্যার প্রযুক্তি তৈরী করেছে NSO। যা, ইনস্টলের পর ব্যবহারকারীর তথ্যে সহজেই নজর রাখতে পেরেছে প্রতিষ্ঠানটি। ভারতের জনপ্রিয় বেশ কয়েকজন সংবাদকর্মী, বুদ্ধিজীবী, আইনজীবী এবং দলিত নেতারা অভিযোগ করেছেন, তারা হ্যাকিং’র শিকার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply