‘খবরটি শোনার পর কয়েক মূহুর্তের জন্য স্তব্ধ হয়ে ছিলাম’

|

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সম্ভবত সবচেয়ে বড় ধাক্কা সাকিব আল হাসানের ওপর আইসিসির ২ বছরের নিষেধাজ্ঞা। জুয়াড়ির পাওয়া অফারের বিষয়ে আইসিসিকে না জানানো ছিল তার ভুল। সেই ভুলের জন্য অবশ্য অনেক বড় মাসুল দিতে হলো বিশ্বসেরা অল-রাউন্ডারকে।

সাকিব নিষিদ্ধ হয়েছেন- এটা বিশ্বাস করতে পারেননি তার জাতীয় দলের সতীর্থ গতিতারকা রুবেল হোসেন।

চলতি ভারত সফরে টেস্ট কিংবা টি-টোয়েন্টি দলে জায়গা না পাওয়া রুবেল সোশ্যাল সাইটে লিখেছেন, ‘এই মানুষটিকে নিয়ে নতুন করে আর কি বলব, সবসময়ই শ্রদ্ধা করি মন থেকে। সাকিব মানেই একজন যোদ্ধা, একজন জীবন্ত কিংবদন্তি। খবরটি শুনার পর কয়েক মূহুর্তের জন্য স্তব্ধ হয়ে ছিলাম। এখনও বিশ্বাস করতে কষ্ট হয় যে, সামনের অনেকগুলো ম্যাচে আপনাকে পাব না।’

সামনে আইসিসির আর কোনো বিধি না ভাঙলে ও শর্ত অনুযায়ী আইসিসির শিক্ষামূলক আয়োজনে অংশ নিলে ১ বছর পরেই মাঠে নামতে পারবেন সাকিব। তবে আইসিসির শর্ত সব ঠিকঠাক মেনে চললে শাস্তি কিছুটা শিথিল করার রেকর্ড আছে। বিসিবিও চেষ্টা করছে কিছু করার। রুবেলও আশাবাদ প্রকাশ করেছেন সাকিবের প্রত্যাবর্তনের, ‘তবে আমি বিশ্বাস করি আপনি ফিরে আসবেন দ্বিগুন শক্তিতে কোটি কোটি ভক্তের ভালোবাসার মূল্য দিতে ইনশাআল্লাহ্‌। ফিরে আসার অপেক্ষায় থাকলাম।’


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply