দাম ৬৫ লাখ টাকা, এ কেমন বোতল?

|

পানির একটি বোতলের দাম ৬৫ লাখ টাকা। মার্কিন সংস্থা বেভারলি হিলস এমনই বোতল বাজারে এনেছে। বোতলের এই আকাশছোঁয়া দাম নিয়ে আলোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ভারতের বাজারেও এরকমই বিলাসবহুল বোতল আনতে চলেছে এই সংস্থা। তবে এই আকাশছোঁয়া দামের জন্য যুক্তিও দিয়েছে এই সংস্থা। এই বোতলটির ছিপি করেছেন একজন স্বর্ণকার,যা তৈরি হয়েছে ৬০ গ্রামের সোনা দিয়ে। তার ওপরে রয়েছে হীরে।

এ ছাড়া বোতলের গায়ে থাকবে ২৫০টি কালো হীরে। হীরে আর জহরতে মোড়া এ বোতলটির দাম তাই যথেষ্ট পরিমাণে প্রাসঙ্গিক বলেই মনে করছে এই সংস্থা।

মার্কিনমুলুকে ইতোমধ্যে বাজারে এসে গেছে এই মহামূল্যবান বোতল। তার সঙ্গেই থাকবে অ্যালকালিন, ইলেক্ট্রোলাইট মেশানো সুস্বাদু এবং স্বাস্থ্যকর হীরের মতো চকচকে জলও। এ ছাড়া ব্যক্তিগত ব্যবহারের জন্য সুরক্ষা লক দেয়া শোকেসও রয়েছে এই বোতলে।

ডায়মন্ড এডিশন ছাড়াও ভারতীয় মুদ্রায় ৮০০-১০০০ টাকার বোতলও বাজারে এনেছে এই সংস্থা।

সূত্র: কলকাতা২৪


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply