কাশ্মিরীদের সাথে খেলামেলা কথা বলতে চাওয়ায় ইইউ সাংসদের উপর ভারতের নিষেধাজ্ঞা

|

কাশ্মিরীদের সাথে খোলামেলা কথা বলার আবেদন করায় ইউরোপিয়ান পার্লামেন্টের সাংসদ ক্রিস ডেভিস এর কাশ্মিরে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত সরকার। খবর ভারতীয় গণমাধ্যম গণশক্তির।

মঙ্গলবার দিন এমন চাঞ্চল্যকর দাবি করলেন ইউরোপিয়ান পার্লামেন্টের সাংসদ ক্রিস ডেভিস।

ক্রিস ডেভিস বলেন, তিনি ভারত সরকারের কাছে সামান্য একটি দাবি করেন যাতে কাশ্মিরের স্থানীয় মানুষদের সাথে খোলামেলা কথা বলার সুযোগ করে দেওয়া হয় তাকে। এরপরেই কোনো ব্যাখ্যা ছাড়াই প্রত্যাহার করে নেওয়া হয় কাশ্মির ভ্রমণের আমন্ত্রণ।

এ ঘটনায় কাশ্মিরের ‘বাস্তব পরিস্থিতি’ আড়াল করার চেষ্টা করা হচ্ছে বলে সমালোচনা করেন ক্রিস ডেভিস।

তিনি বলেন, ‘‘আমি মোদি সরকারের হয়ে এমন কোনো লোক দেখানো কাজে অংশগ্রহণ করতে ইচ্ছুক নই যেখানে সত্যিকে আড়াল করা হবে।

তিনি আরও বলেন, এটা একদমই স্পষ্ট হয়ে গেলো যে কাশ্মিরের গণতান্ত্রিক পরিস্থিতি স্বাভাবিক নেই এবং গোট দুনিয়ার উচিৎ এই বিষয় মনোনিবেশ করা,’’

উল্লেখ্য, এর আগে মোদি সরকারের আমন্ত্রণে ২৭ জন কট্টরপন্থী ইউরোপিয়ান সাংসদ কাশ্মিরের পরিস্থিতি পর্যবেক্ষণের আমন্ত্রণ পান। যাতে তারা কাশ্মিরের পরিস্থিতি স্বাভাবিক বলে বিশ্বের দুয়ারে তুলে ধরতে পারেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply