কাশ্মিরে পাঁচ বাঙালি শ্রমিককে হত্যা

|

জম্মু-কাশ্মিরের কুলগামে, অপহরণের পর পাঁচ বাঙালি শ্রমিককে হত্যা করেছে অজ্ঞাত সন্ত্রাসীরা। এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরেক শ্রমিক।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, সারি বেঁধে দাঁড় করিয়ে এলোপাতাড়ি গুলি ছুঁড়ে হত্যা করা হয় আটক শ্রমিকদের।

গেল দু’সপ্তাহে ভারতের অন্যান্য অঞ্চল থেকে উপত্যকায় যাওয়া লোকদের ওপর এ নিয়ে পাঁচবার হামলার ঘটনা ঘটলো।

এর আগে সোমবার অনন্তনাগে আপেল বহনকারী এক ট্রাকচালককে হত্যা করে দুর্বৃত্তরা। একইদিন সোপোরে শহরে গ্রেনেড হামলায় দুই নারীসহ আহত হয় প্রায় ২০ কাশ্মিরি নাগরিক। এসব ঘটনায় সতর্ক অবস্থানে নিরাপত্তা বাহিনী।

এদিকে কঠোর নিরাপত্তার মধ্যেই, ভারত সরকারের আমন্ত্রণে উপত্যকায় পৌঁছেছেন ২৩ সদস্যের বিদেশি পর্যবেক্ষকদের একটি দল। বিশেষ মর্যাদা বাতিলের পর থেকে উত্তপ্ত জম্মু-কাশ্মির পরিস্থিতি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply