এখনি রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানো ঠিক হবে না

|

সমঅধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানো ঠিক হবে না। যুক্তরাজ্য ভিত্তিক দাতা সংস্থা অক্সফাম’র একটি জরিপের প্রতিবেদনে ওঠে আসে এমন পর্যবেক্ষণ।

মঙ্গলবার বিকালে সিরডাপ মিলনায়তনে এক জরিপের প্রতিবেদন প্রকাশ করা হয়। সংস্থাটির রিজিওনাল পলিসি ও ক্যাম্পেইন ম্যানেজার সুলতানা বেগম বলেন, মিয়ানমারের জান্তা সরকারের বর্বর নির্যাতনের স্মৃতি এখনও বয়ে বেড়াচ্ছে পালিয়ে আসা রোহিঙ্গা নারী শরণার্থীরা। অক্সফাম মনে করে, এই শরণার্থী জনগোষ্ঠীর মানবাধিকার শর্ত পূরণ না করে জোরপূর্বক প্রত্যাবাসন করা হলে তা হবে আত্মহত্যার শামিল।

এছাড়া পৃথিবীতে এই মুহূর্তের সবচেয়ে বড় মানবিক বিপর্যয়ে রোহিঙ্গা জাতিগোষ্ঠীর পাশে বাংলাদেশ দাঁড়ানোয় অক্সফাম সরকারের প্রশংসা করেছে। সংকট কাটাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছে অক্সফাম।

যমুনা অনলাইন/এইচকেএফ

 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply