৮ লাখ পিস ইয়াবাসহ রোহিঙ্গা আটক

|

কক্সবাজারের উখিয়ায় মাছ ধরার ট্রলার যোগে পাচারের সময় আট লাখ ইয়াবাসহ এক রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাব। আটক জামাল হোসেন টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং এলাকার ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকের মোহাম্মদ হোসেনের ছেলে। সোমবার দুপুরে কক্সবাজারস্থ র‌্যাব-১৫ এর কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন র‍্যাবের উপঅধিনায়ক মেজর রবিউল আলম।

তিনি জানান, সাগরপথে মিয়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান আসার খবরে র‌্যাবের একটি দল কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকায় অবস্থান নেয়। এক পর্যায়ে সন্দেহজনক একটি মাছের ট্রলার সৈকতের তীরে থামে। র‌্যাব সদস্যরা ট্রলার থেকে নেমে আসা ৫/৬ জন লোককে থামার জন্য নির্দেশ দেয়। কিন্তু তারা না থেমে দৌড়ে পালানোর চেষ্টা করে। র‌্যাব সদস্যরা ধাওয়া দিয়ে একজনকে আটক করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায়। পরে তাদের ফেলে যাওয়া ট্রলারটি তল্লাশি করে পাওয়া যায় একটি বস্তা। বস্তাটি খুলে উদ্ধার করা হয় ৮ লাখ পিস ইয়াবা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply