চাকরিচ্যুতির হুমকি দিয়ে ঘুষ দাবি, আনসার ও ভিডিপি কর্মকর্তা আটক

|

বগুড়া ব্যুরো:

আনসার সদস্যদের কাছ থেকে ২০ হাজার টাকা ঘুষ নেয়ার সময় বগুড়ায় দুর্নীতি দমন কমিশন-দুদকের হাতে আটক হয়েছেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আনিছুর রহমান খান।

রোববার সন্ধ্যায় শহরের মালতীনগর এলাকায় সদর উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় থেকে তাকে আটক করা হয়।

দুদক বগুড়া সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মনিরুজ্জামান যমুনা নিউজকে জানান, সদর উপজেলা আনসার ও ভিডিপির কয়েকজন অস্থায়ী সদস্য গত ১৬ অক্টোবর তাদের কার্যালয়ের বৃক্ষরোপণ আয়োজনে অনুপস্থিত থাকায় উপজেলা কর্মকর্তা আনিছুর রহমান খান তাদের কারণ দর্শানোর নোটিশ দেন। সেই নোটিশের জবাব নিয়ে তার কাছে গেলে তিনি ওই সদস্যদের কাছ থেকে ২০ হাজার টাকা করে ঘুষ দাবি করেন। ঘুষ না দিলে তাদের চাকুরিচ্যুত করার হুমকিও দেন তিনি।

ভুক্তভোগী আনসার সদস্যরা বিষয়টি নিয়ে দুদকের কাছে অভিযোগ করলে তারা তদন্তে অভিযোগের সত্যতা নিশ্চিত হন।

রোববার ওই আনসার সদস্যরা আনিছুর রহমানকে ২০ হাজার টাকা ঘুষ দেয়ার সময় তাকে আটক করেন দুদক কর্মকর্তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply