গাজীপুরে ঝুটের গুদামে আগুন

|

গাজীপুরের টঙ্গীর মিলগেট নামাবাজার এলাকায় ভোর রাত ৪টার দিকে ঝুটের গোডাউনে আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে রাজধানীর উত্তরা ফায়ার সার্ভিস থেকে ৩টি ও টঙ্গী থেকে ৪টি মোট ৭টি ইউনিট প্রায় দু‘ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় দেয়াল ধসে পড়ে ফায়ার সার্ভিসের দু‘জনকর্মী গুরুতর আহত হয়। আহত ফায়ার সার্ভিসের দু‘জনকর্মীকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আতিকুর রহমান জানান, বৃহস্পতিবার ভোর ৫টায় দিকে টঙ্গীর মিল গেটের নামাবাজার এলাকায় প্রথমে ঝুটের গোডাউনে আগুন লাগে। পরে আগুন পাশের কয়েকটি ঝুটের গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দু‘ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। আগুনে প্রায় ঝুটের ১৫টি গোডাউন পুড়ে যায় এবং ঝুট গোডাউনের মালামাল পুড়ে যায়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply