জনগণের কষ্টার্জিত অর্থে কেনা বিমানের রক্ষণাবেক্ষণে যত্নশীল হোন: প্রধানমন্ত্রী

|

সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নিত করে পার্শ্ববর্তী দেশগুলোর ব্যবহারের জন্য আঞ্চলিক সুযোগ রাখা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আকাশপথে বিশ্বের দূরবর্তী গন্তব্যে যোগাযোগ বাড়াতে চায় বাংলাদেশ।

সকালে ষষ্ট আন্তর্জাতিক ফ্লাইট সেফটি সেমিনারের সমাপনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী জানান, ভৌগলিক দিক দিয়েও বাংলাদেশের অবস্থান সুবিধাজনক জায়গায়। জনগণের কষ্টার্জিত অর্থে কেনা বিমানের রক্ষণাবেক্ষণে যত্নবান হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষকে যুগপযোগী করতে আইন করা হয়েছে। সেমিনারটি সফলভাবে আয়োজন করায় সবাইকে ধন্যবাদও দেন প্রধানমন্ত্রী। তিন দিনের এ আয়োজনে চার মহাদেশের ১৬টি দেশের প্রতিনিধিরা অংশ নেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply