জাবিতে নারী শিক্ষক-কর্মকর্তাদের মানববন্ধন

|

নারীর প্রতি অবমাননা ও সহিংসতার প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। মঙ্গলবার সকালে ‘অন্যায়ের বিরুদ্ধে ও উন্নয়নের পক্ষে জাহাঙ্গীরনগর’ এর ব্যানারে শহীদ মিনারের পাদদেশের সামনে এই কর্মসূচি পালন করছে তারা।

‘দুনীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ এর ব্যানারে ভিসি বিরোধী আন্দোলনকারীরা গত রবিবার উপাচার্যকে অপসারনের দাবিতে বিক্ষোভ মিছিল শেষে কুশপুত্তলিকা দাহ করে। আর এরই প্রতিবাদে আজ এ কর্মসূচি পালন করেন তারা।

সংবাদ সম্মেলন ও মানববন্ধন থেকে আন্দোলকারীরা বলেন, নারীবিদ্বেষী হয়ে কুশপুত্তলিকা দাহের নামে মুখচ্ছবি সংযুক্ত করে শাড়িতে আগুন ধরিয়ে দেয়। যা নারীর প্রতি চরম অসম্মানের। তাই তারা গোটা নারী সমাজকে জেগে উঠার ও দায়ীদের বিচারের আওতায় আনার আহ্বান জানান তারা।

আয়োজন থেকে বিশ্ববিদ্যালয়ে এমন কর্মকাণ্ডে ঘৃণা প্রকাশ করে নারী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply