দুর্ঘটনারোধে পথচারীদের সতর্কতা অত্যন্ত প্রয়োজন: প্রধানমন্ত্রী

|

দুর্ঘটনারোধে ফিটনেসবিহীন গাড়ি বন্ধ, চালকদের লাইসেন্স বাধ্যতামূলক, ওভারটেকিং বন্ধ ও ফুটপাত দখলমুক্ত করাসহ নানা নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সাথে পথচারিদের আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় নিরাপদ সড়ক দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী বলেন, সবাইকে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। সড়কের ধারণ ক্ষমতার চেয়ে বেশি গাড়ি যেন নামানো না হয় সে বিষয়েও খেয়াল রাখতে বলেন প্রধানমন্ত্রী। এছাড়া নকশা পরিবর্তন করে গাড়ির আকার বৃদ্ধি, ট্রাকে অতিরিক্ত ওজনে পণ্য পরিবহনসহ নানা অনিয়ম দূর করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। ড্রাইভারদের বিশ্রামের বিষয়টি নিশ্চিত করতে মালিকদের আহ্বান জানান শেখ হাসিনা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply